ফুয়াদ featuring মিলা - শ্রাবন
এলবাম - chapter 2
শ্রাবন এলে উদাসী মেঘ থাকি চাঁদের আলো
কতটা পথ হাটলে বল তুই বাসবী আমায় ভালো
কত শ্রাবন পার করিলে শরৎ পাওয়া যায়রে চোঁখের কোণে শ্রাবন এসে হায় দুঃখের নদী বয়রে
শ্রাবন এলে উদাসী মেঘ থাকি চাঁদের আলো
( কোন আকাশে স্বপ্ন ভাসে কোন আকাশের মন মনের ভেতর শ্রাবন এসে ভাবায় সারাক্ষণ )
উথাল পাথাল মনের জমিন শিশির জমে
কাশে কত যোজন পার করিলে মনে শরৎ আসে
আমার মনের শ্রাবনে গহীন গোপনে কেন যে বিরহে
দুরে দুরে থাকবে শরৎ সাদা মেঘে কিছু কিছু
আবেশে এযে মন ভেজে যে উষ্ণ আবেশে
কাছে কেন ফুলের বাকে কোথায় খোজ সুখরে
যখন তোমায় দিলাম শরৎ লুকাও কেন মুখরে