-->

Bappa Mazumdar & Porshi - Eito Bhalobasha

বাপ্পা মজুমদার ও পরশী - এইতো ভালবাসা
এলবাম - এইতো ভালবাসা



চুপি চুপি কাছে আসা, চোঁখে চোঁখে স্বপ্ন আঁকা
দুটি মনে একি আশা, একি সুরে একি ভাষা
যে বাধন যায়না ছেড়া, মরনেও যায়না ভোলা

এইতো ভালবাসা

হৃদয় আমার আছে তোমার বুকে, কখনো ব্যাথা দিওনা
স্বপ্ন সাজাই আমি তোমার চোঁখে , কখনো যেন ভাঙ্গেনা

তুমি মোর কত চেনা, তুমি মোর ভাবনা

বাধা আসুক যত প্রেমের পথে, তখনও দুরে যেওনা
পাশাপাশি থেক সুখে দুঃখে , কখনো ভুলে যেওনা

তুমি মোর চাওয়া-পাওয়া , হৃদয়ে সুখের ছোঁয়া

Disqus Comments