দেখি সলাজ হাসি, কাজল চাহনী
ওগো বন পলাশী, মোর মন মোহিনী
আমার হৃদয় সাগরে তুমি সোনার তরী
আমার ওগো বধু সুন্দরী
আজ স্বপ্ন রঙ্গিন, কথা যাই বোলোনা
সব গল্প কথা নয় , আসল শোনা
সব সোনালী রং দেব সম্মানজরে
জানি তোমার এ ছলচাতুরী
আমার ওগো বধু সুন্দরী
আমার যা কিছু আছে সব তুমি হে
তুমি বীনা এ মন মরুভূমি হে
hero আর heroine তুমি আমি চিরদিন
ধরা দাও এ বাহুতে একিন্নরী
তোষামোদে আর দেব নাগো কান
তুমি থামাও এ সব মিছে স্তুতিগান
এত যে সম্ভাষণ , আর যে নেবে না মন
যতই গাইতে থাক সুরেলা হয়ে
না না