-->

Hridoy Khan Featuring Sonya - Dirghoshash | Lyrics

হৃদয় খান  Featuring সোনিয়া - দীর্ঘশাস

ভেবে নেব দির্ঘশাশে তুমি থাক
তবুও বিস্সাশে ছবি একো
জেনো ভালবাসি পাওয়া না পাওয়া তবুও


ভেবে নেব স্বপ্ন শেষে তুমি আস
তবুও কষ্ট ভুলে একটু হেসো

স্বপ্ন দ্বীপ জানি তীর থাকেনা নিরবধি তা বয়ে চলে
বিরহের মিথি বর্ষা মানেনা মিথিলা মন ভাসে অশ্রু জলে
জেনো ভালবাসি পাওয়া না পাওয়া তবুও


সব রাতে জানি চাদ ওঠেনা আলো জালে  তা অন্য কোথায়
নির্ঘুম দু চোখ রাত্রি জাগেনা , আমি  অমিমাংসিত স্বপ্নের কথা বলি 

Disqus Comments