ভালবাসা অধরা, মেঘলা আকাশ
সৃতির বৃষ্টিতে দুচোখের অবগাহন
ভালবাসা, ভালবাসা হৃদয়ে দুখেরী বহন
সুখেরী প্রজাপতি মনেরি আঙ্গিনায় উড়ে
চাদেরী শিশির কনা , আধারের উঠোনে ঝরে
একাকী বেদনায় জোনাকির হৃদয়ের দাহন
প্রেমেরি অনুভুতি , আবেগী মৌনতায় বিভোর
মায়াবী ফাগুনগুলো বিষাদী শ্রাবনে ধূসর
বিবাগী এ মনে বিরহের সাথে কহন