-->

Balam - Ek Mutho Roddur | Lyrics

বালাম - এক মুঠো রোদ্দুর
এলবাম - বালাম (সলো)


এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য বাস্ত শহরে
চলছে ভালবাসার মিছিল

সুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু কুল

রাতের আকাশ জাগে
তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে
রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল

পিচ ঢালা পথে রাঙালো
কৃস্নচুরা ফুল
তুমি আসবে বলে
সাজলো পথ

অকুল আমার এ প্রাণ হলো বেকূল





Disqus Comments