এলবাম - প্রেম শিকারী
ভবঘুরে এ মন , ক্লান্ত যখন
এ রোদ এ বৃষ্টি যখন তখন
আষাড় শ্রাবন ঘোর ঘন বর্ষায়
জানিনা মন কখন কি যে চায়
এলোমেলো ছুটোছুটি নেই বিরতি নেই ছুটি
মনের দারুন বর্ষায় দখিনা বাতাসে মনটা হারায়
এ মনটা শোনেনাত কথা, বোঝেনা, মানেনা সে কোনো বাধা, অকারণ এ মনটা মেঘলা গৌধুলি বিকেল তবু কেন চঞ্চল কিসের নেশায়
মাতাল হাওয়ায় উদাস এ মন যখন, মনেতে শ্রাবন ধারা জল টলমল
অকারণ মেঘ রোদ্দুর মন অভিসারী
সারাবেলা অভিমান সুধু লুকোচুরি
মাঝে মাঝে নিজেকে অচেনা লাগে
মনটা আনমনা সকাল সাঝে
হটাত জোয়ার ভাটা লাগে মনে ভয়
জানিনা মনের ভুলে কোন ভুল হয়