-->

Arfin Rumy - Ojhor Srabon | Lyrics

আরফিন রুমি - অঝর শ্রাবন
এলবাম - সাদা মাটা

নীরবে হারায়, এ মন বারে বারে
ধূসর মেঘের কোলাহলে
হয়েছ তুমি দৃষ্টির আড়াল
বৃষ্টি নামে সরোবরে

তোমারি জন্যে, হৃদয় অরন্যে
ঝরে সুধু অঝর শ্রাবন


নির্জনে এই মনে, বর্ষার ছবি আকি
দিনগুলো অনুভবে মেঘ হয়ে ভেসে থাকে


পরবাসী রাতগুলো সুর তোলে অনুরাগে
তারাগুলো নিভে গেছে , তবু আজো স্বপ্ন জেগে আছে

Disqus Comments