তৌসিফ - আজ মন ভালো নেই
আজ মন ভালো নেই
মনে পড়ে তোমায়
তুমিও কি বসে বসে ভাবছ আমায় , ও একা একা আর ভালো লাগেনা ও একা একা
আস যদি তুমি পাবে আকাশটাকে , কান পেতে শোনো বাতাসেরী গান
বলছি তোমায় নদী হয়ে যেতে জল রঙ্গে তুমি মিশবে আমাতে
অথৈ মন আজ ভালোবেসে , অথৈ মন আজ ভালোবেসে চাইছে তোমায় কাছে পেতে
আস যদি তুমি পাবে আমাকে , ছায়া হয়ে যাব লুকোচুরি পথে
হাত মেলে দেখো আকাশেরই সাথে ভোরে যাবে মন আবেগী খেয়ালে