Joy - shotti bolchi
জয় সাহরিয়ার-- সত্যি বলছি
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর সপ্ন
দেখিনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
এখন তো্মার জন্নে আমার কোনো
সময় নেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
এখন আমার সঙ্গি আকাশ
রাতের ধ্রুব তারা
বৃষটি সঙ্গি করে ভাল আছি তো্মায়
ছাড়া
এখন আমার সঙ্গি আকাশ
রাতের ধ্রুব তারা
বৃষটি সঙ্গি করে ভাল আছি তো্মায়
ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি
জোছনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
এখন আমার সঙ্গি গীটার
সুরের ডানা মেলা
ইচ্চে সঙ্গি পড়ে ভালো আছি তোমায়
ছাড়া
এখন আমার সঙ্গি গীটার
সুরের ডানা মেলা
ইচ্চে সঙ্গি পড়ে ভালো আছি
তোমায়
ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি
জো্সনা
তো্মায় নিয়ে মিছেমিছি সপ্ন
দেখিনা
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর সপ্ন
দেখিনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
এখন তো্মার জন্নে আমার কোনো
সময় নেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
Disqus Comments