ফুয়াদ ft উপল - বন্য
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব জুড়ে সব শূন্য সুধু দৈন্য
তুই নিখোজ অচিনপুরে
শপথ নিলাম তোকেই রানী করব নিশ্চই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত পাবিনা কেউ সর্গ মতে
দেখিছি যা দেখার ছিল এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আসে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানী দুরে আমি হারাব যখন
ভালবাসার মৃত্যু হলে করনা বারণ
ডুবে থাকিস বৃথা যত ওই নষ্ট ভাবনায়
ইপ্সিত পন্যে সপ্ন দেখা বার্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি তোর চোখের ওই রং
নরম রোদে ভালবাসা পবিত্র ভীসন