ফুয়াদ Featuring তপু সেই যে তুমি
দূরেতে দাড়িয়ে
আড় চোখে আমাকে দেখে
নয় হাত বাড়িয়ে
চোখে ভাষাতে টানে
বলেনাত কিছু, তার গলাটাও নিচু বলে
ইশারাতে কিছু যা বোজা বড় দায়
হাতটাকে নাড়ে ,লুকিয়ে আড়ালে , বুজেছি যা বুজার সে ভালবাসে আমায়
হমম আমায় ... হমম আমায়
যতই খোজ তুমি (যতই খোজ তুমি ) তাকে খুঁজে পাবেনা
সুধু জেনো সে আছে , একদিন ধরা দেবে জানো কি তা ?
আসবে সে কাছে , ভালবাসা নিয়ে , মেঘের ভেলায় চড়ে
অথবা পায়ে হেটে, জমানো বেথায়, চেপে রাখার কথা, বলে দিও তুমি সব এক নিমিষেই
সে আছে মনেতে , বারে বারে দেখা দেয়
বলেছি তাকে , যত টুকু বলা যায়
সারাক্ষণ ভাবি, আর নেই কোনো দাবি, একবার দেখাতেই আমি বুজেছি
প্রতিদিন আমি যাকে স্বপ্নেতে দেখি আর কেউ নয় , সেই যে তুমি
তুমি, তুমি