Bappa & Mila - Been
বাপ্পা ও মিলা -- বীন
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
---ভালবাসার বীন----ভালবাসার বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
ক্লান্ত সময়, ছায়া তুমি, নিয়ে অ্লসক্ষন
পথ দেখালে পথে পাবে তোমার
প্রিওজন
----
ক্লান্ত সময়, ছায়া তুমি, নিয়ে অ্লসক্ষন
পথ দেখালে পথে পাবে তোমার
প্রিওজন
----
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি ভোরের স্নিগ্ধ আলোয় আধার জোনাকি
শান্ত চোখে সপ্ন হাজার সত্তি জানোকি
তুমি ভোরের স্নিগ্ধ আলোয় আধার
জোনাকি
শান্ত চোখে সপ্ন হাজার সত্তি জানোকি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
Disqus Comments