Arfin Rumey & Nancy - Nilima
আরফিন রুমি ও ন্যানসি
-
নীলিমা
চলনা দুজন আজ নিলিমা চুয়ে
ভালবাসি
বৃষটি ধারার মত জোৎসনা
নিয়ে নীরবে কাছে আসি
ও বলনা তুমি সেই না বলা
কথা গানে গানে
ঐ নীলাকাশ , ঐ দখিনা বাতাস
আমাকে কাছে টানে
অভিমানি ভালবাসা চায় যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
চাঁদ কি জানে ? তুমি
চাঁদেরি মত
মন জানেনা মন
চুয়েছে কত
বললে তুমি আর কবিতা হল
যাই হারিয়ে তুমি যে পথে চল
এসনা - হৃদয়ে তুমি
অচেনা স্রাবনে নামি
অভিমানি ভালবাসা
চায়
যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা
বাতাসে
এই হাত রেখে
হাতে
মেঘলা চোখে আমি
তাকিয়ে রব
সপ্ন হয়ে আজ
তোমাকে চোব
বৃষটি হল আজ
তো্মারি ছবি
পথ ভুলেছি আর
ভুলেছি সবি
এসনা - হৃদয়ে তুমি
অচেনা স্রাবনে নামি
অভিমানি ভালবাসা
চায় যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
Disqus Comments