Anila | Dure tumi
আনিলা--দূরে তুমি
দূরে তুমি অনেক দূরে নিয়মের অন্য পাড়ে আজ
ধরনি সুধুই সমাধি তো্মার
আমি শুন্যের বদ্দ ঘরে
হৃদয়ে থেমে যাওয়া ঝড়
সৃতি আজ মাটির চাদরে
দুটি দেহে একি ঘর
খুলিনি আমাদেরি এই বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায়
বলে
খুলিনি আমাদেরি এই বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায়
বলে
ভোরে তুমি প্রতি ভোরে
আমাদের ওঠো জেগে আর
জানি ফিরে আসবেনা আবার
আমি সত্য আকড়ে ধরে
হেটে যাই ক্রান্তির শহর
আলো থেকে যাই আধারে
মিশে যাই তোমার ভেতর
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর ভেজায় বলে
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর ভেজায় বলে
ভোরে তুমি প্রতি ভোরে
আমাদের ওঠো জেগে আর
জানি ফিরে আসবেনা আবার
আমি সত্য আকড়ে ধরে
হেটে যাই ক্রান্তির শহর
আলো থেকে যাই আধারে
মিশে যাই তোমার ভেতর
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি
আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর
ভেজায় বলে
Disqus Comments